আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না,
পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না
আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে
মন ও প্রাণ উজাড় করে ভালোবাসে তারে, 

ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না।
আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না,
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। 

পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে 
ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। 
পাথরের আঘাত সয় প্রাণে ফুলের আঘাত সয়না,
আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, 
ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে বাসি আছো ভালোবেসে যেও। 

আকাশ দেওয়ান মরলে কইও সে যেন চয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না
কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না
আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, 

কাছের মানুষ, 
প্রানের মানুষ, 
জানের মানুষ, 
মনের মানুষ, 
আপন মানুষ,
হৃদয়ের মানুষ,
আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না?