হও যদি তুমি নীল আকাশ 
আমি মেঘ হব আকাশে 
হও যদি অথৈ সাগর , 
আমি ঢেউ হব সাগরে 
হও যদি ওই হিমালয়,
তোমাকে করব আমি জয় 
তোমাকে চাই তুমি যে আর কারো নয় 
বলতে পারি আমি নির্ভয়ে ,
তুমি আছ হৃদয়ে 

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ 
ও তোমারি প্রেমে মন দুরুন্ত তোমার কাছেই অবুঝ 
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয় 
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয় 
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে 

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিঃশ্বাস 
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্বাস 
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয় 
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয় 
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে?