দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা.


দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা.. 


তোমার নরম দুটি ঠোঁটে 

ফোটে লাল পদ্ম ফুল। 


যেন রেশমি সুতোর গোছা 

তোমার মাথার ওই না চুল 

দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা.


তুমি ফেলবে যেথায় চরন 

সেই মাটি হবে ধন্য 

ধুলো হয়ে আসবে উড়ে 

তোমার চরণ ছোঁয়ার জন্য


তোমার হাসি দেখে ফুলের 

খুব ঈর্ষা হবে মন 

  লজ্জাতে পড়বে ঝড়ে 

যেও নাকো ফুলো বনে 

তুমি নারী নাকি পরি 

বিধি নিজেই করবে ভুল 

আমি তো হায় একটি মানুষ 

খুঁজে পাইনা কোন কুল


দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেনো মেঘের কাজল পরা


তোমার কন্ঠ শুনে কোকিল 

যেন বোবা হয়ে যাবে 

এতো মিষ্টি সুরও সার্গাম 

ওসে কোথায় খুঁজে পাবে 

তোমার মুখটি দেখে চাঁদের 

মুখ হয়ে যাবে কালো 

ডুবে যাবে কালো মেঘে 

বুঝি দেবেনা আর আলো 

তুমি নারী নাকি পরি 

বিধি নিজেই করবে ভুল 

আমি তো হায় একটি মানুষ 

খুঁজে পাইনা কুল ।


দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা


দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা

  তোমার নরম দুটি ঠোঁটে 

ফোটে লাল পদ্ম ফুল।


  যেন রেশমি সুতোর গোছা 

তোমার মাথার ওই না চুল 

দুধে আলতা বদন তোমার 

চন্দনের সুবাস ভরা 

দুটি দীঘল কাজল আঁখি 

যেন মেঘের কাজল পরা