তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা,
তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা।
তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙ্গে রাঙ্গা তুমি কার আঙ্গিনা।
তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা,
তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা।
তোমার মতো থাকলা তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙের রাঙ্গা তুমি কার আঙ্গিনা।
আজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায় নেশা কাদায় নাই আমি আমার।
রোজ বিকালের মত তোমায় আর তো দেখি না,
আমি আমার মতই থাকবো ভালো খবর নিও না।
হে থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না,
আজ ভিতরগড়ে দোয়া থাকে তুমি থাকো না।
আমার লাল রঙ্গা হৃদপিণ্ড হইতাছে কালো,
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো।
থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না,
আজ ভিতরগড়ে দোয়া থাকে তুমি থাকো না।
আমার লাল রঙ্গা হৃদপিণ্ড হইতাছে কালো,
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো।
আজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায় নেশা কাদায় নেই আমি আমার।
রোজ বিকেলের মত তোমায় আর তো দেখি না,
আমি আমার মতই থাকবো ভালো খবর নিও না।
হে আমি যেন কোনদিন ও সিগারেট না ছুই,
বোলতা তুমি করছ শাসন লাগতো রে ভালো।
আজ নিকোটিনে হইছে কাল ভিতরগড়ে সব,
এখন শাসন করা মায়াবতীর কই গেলা কই।
আজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায় নেশা কাদায় নেই আমি আমার।
রোজ বিকেলের মত তোমায় আর তো দেখি না,
আমি আমার মতই থাকবো ভালো খবর নিও না।
0 Comments